বিশেষ বিজ্ঞপ্তি এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশের মোট জনসংখ্যার ৬০ ভাগেরও বেশি জনগন তরুন । এই বিশাল সম্ভাবনাময় জনগোষ্ঠী দেশের সমস্যা সমাধানে বিশাল ভূমিকা পালন করার ক্ষমতা রাখে । বিশেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এরই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম ১০ টি সামাজিক সমস্যা সমাধানের প্রেক্ষিতে 'Solve-A-Thon' প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে যার প্রাথমিক রাউন্ড আয়োজিত হবে ডিজিটাল ইনোভেশন ফেয়ার' ১৬ এর জেলা পর্যায়ের মেলাগুলোতে । উল্লেখ্য বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল প্রাঙ্গনের আগামী ২৬-২৮ জানুয়ারি ২০১৬ তারিখ ৩ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। # Solve-A-Thon কি? নাগরিক সমস্যা সমাধানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে Solve- A- Thon শীর্ষক প্রতিযোগিতা। নাগরিক সমস্যা হচ্ছে এমন সব সমস্যা যার সমাধান করা হলে দেশের সাধারন মানুষের জীবনযাত্রা সহজ হবে, জীবনযাত্রার মান উন্নত হবে। দেশের ৬৪ টি জেলার ডিজিটাল উদ্ভাবনী মেলায় অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।১০ টি নাগরিক সমস্যা চিহ্নিত করে সেগুলো প্রতিযোগিদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। সারাদেশের বিভিন্ন প্রকৌশল, কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা যে কোনো একটি সমস্যার সমাধানের প্রোটোটাইপ ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রদর্শন করবে।জেলা পর্যায়ের সমাধানগুলো থেকে অনধিক তিনটি দলকে বিজয়ী ঘোষনা করা হবে বিভাগীয় পর্যায়ের মেলায় অংশগ্রহনের জন্য। বিভাগীয় পর্যায় শেষে সেরা ১০ টি দলকে নিয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অংশগ্রহনের নিয়মাবলী: বিশ্ববিদ্যালয় পড়ুয়া যেকোন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে অনধিক ৪ সদস্যের টিম তৈরি করতে পারবে।একজন শিক্ষককে অবশ্যই অংশগ্রহণকারী দলের 'পরামর্শদাতা' হিসেবে থাকতে হবে ।এটুআই প্রোগ্রামের ওয়েবসাইটে অংশগ্রহণের বিস্তারিত নিয়মাবলি ও নিবন্ধন এর অনলাইন ফর্ম পাওয়া যাবে। মূল্যায়ন কার্যক্রম: প্রস্তাবিত ১০ টি নাগরিক সমস্যা থেকে যেকোন একটি নাগরিক সমস্যার সমাধান নিয়ে একটি দল কাজ করতে পারবে এবং জেলা উদ্ভাবনী মেলাতে অবশ্যই প্রাথমিক প্রোটোটাইপ প্রদর্শন করতে হবে।জেলা প্রশাসকের নেতৃত্বে উদ্ভাবন মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হবে যেখানে ইনোভেশন সার্কেল এবং প্রয়োজনে সংশ্লিষ্ট ডোমেইনের বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত থাকবেন।মূল্যায়ন কার্যক্রমে এটুআই প্রতিনিধি উপস্থিত থাকবে।বিচারকদের মূল্যায়নের প্রেক্ষিতে অনধিক ৩ টি দলকে বিভাগীয় মেলা অথবা দ্বিতীয় রাউন্ডের জন্য মনোনীত করা হবে। # নিবন্ধন সংক্রান্ত তথ্যঃআগ্রহী প্রার্থীদের আগামী ২৪ জানুয়ারি ২০১৬ তারিখের মধ্যে এটুআই প্রোগ্রামের ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। সঠিকভাবে নিবন্ধকৃত দলগুলোকে ই-মেইল এবং এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। অংশগ্রহণের বিস্তারিত নিয়মাবলি ও নিবন্ধন এর অনলাইন ফর্ম পাওয়া এটুআই এর ওয়েব সাইটে পাওয়া যাবে। বিস্তারিত জানতে ভিজিট করুনhttp://www.a2i.pmo.gov.bd/solve-a-thon/problem.php
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস