Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা ভূমি অফিস ঘাটাইল, টাঙ্গাইল। স্মারক নং-উভূঅ/ঘা/৩-২০/২০০৮(অংশ-২)- তারিখঃ ০৩ সেপ্টেম্বর ২০১৩ খ্রিঃ জলমহাল ইজারা বন্দোবস্ত বিজ্ঞপ্তি এতদ্বারা ঘাটাইল উপজেলা
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা ভূমি অফিস

ঘাটাইল, টাঙ্গাইল।

 

স্মারক নং-উভূঅ/ঘা/৩-২০/২০০৮(অংশ-২)-                            তারিখঃ  ০৩  সেপ্টেম্বর ২০১৩ খ্রিঃ

 

জলমহাল ইজারা বন্দোবস্ত বিজ্ঞপ্তি

 

           এতদ্বারা ঘাটাইল উপজেলার প্রকৃত মৎস্যজীবী সমবায় সমিতি/সংগঠনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ০৩/৯/২০১৩ খ্রিঃ তারিখে উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ঘাটাইল উপজেলা ভূমি অফিসের নিয়ন্ত্রনাধীন ইজারাযোগ্য ০৪টি জলমহাল আগামী  ০৩ বাংলা সন অর্থাৎ ১৪২০ সাল থেকে ১৪২২ বাংলা সনের মেয়াদে সরকারী জলমহাল ব্যবস্থাপনা নীতি, ২০০৯ মোতাবেক আগ্রহী নিবন্ধিত ও প্রকৃত মৎস্যজীবী  সমিতি/সংগঠনের নিকট থেকে আবেদন আহবান করা যাচ্ছে। আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য নিম্নস্বাক্ষরকারীর কার্যালয় হতে অফিস চলাকালীন সময়ে জানা যাবে।

নিম্নলিখিত তারিখ ও সময়ে আবেদন পত্র গ্রহণ/কার্যক্রম গ্রহণ করা হবে।

 

 

৮ম পর্যায়ে

আবেদন পত্র বিক্রির শেষ তারিখও সময়

৮ম পর্যায়ে

আবেদন পত্র

দাখিলের শেষ তারিখও সময়

০৮/৯/২০১৩ হতে ১১/৯/২০১৩ পর্যন্ত

১২/৯/২০১৩ দুপুর ২.০০ টা পর্যন্ত

 

জলমহালের তালিকাঃ

ক্রমিক নং

ইউনিয়নের নাম

ইজারা যোগ্য জলমহালের নাম

জলমহালের আয়তন

(একরে)

বিগত তিন বছরের গড় ইজারামূল্য

৫% বৃদ্ধিতে তিন বছরের সরকারী ইজারা মূল্য

ইজারার মেয়াদকাল

মন্তব্য

ঘাটাইল সদর

কুলিয়া খাস পুকুর

৫.০৮

৮৩,৩৩৪/-

২,৬২,৫০০/-

১৪২০-১৪২২

 

দিগড়

ব্রাক্মন শাসন খাস পুকুর

০.২৭

-

৪,৫০০/-

 

বকমারা খাস পুকুর

১.০০

৩,৩৩৪/-

১০,৫০০/-

 

পাগারিয়া খাস পুকুর

০.৫৬

-

৭,৫০০/-

 

 

শর্তাবলী

১। বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে বর্ণিত তারিখের কর্মদিবসের মধ্যে উপজেলা ভূমি অফিস, ঘাটাইল, টাঙ্গাইল থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করা যাবে।

২। আবেদন পত্র সমূহ নির্ধারিত মূল্যে ৫০০/-(পাঁচশত) টাকা (অফেরতযোগ্য পে-অর্ডার/ব্যাংক ড্রাফট) প্রতিবার আবেদন পত্র দাখিলের পূর্ব

কর্মদিবস অফিস চলাকালীন সময় পর্যন্ত নিম্নস্বাক্ষরকারীর কার্যালয় হতে ক্রয় করা যাবে।

৩। উপরোক্ত ছকে বর্ণিত সময় সীমার মধ্যে উপজেলা নির্বাহী অফিসার, ঘাটাইল এর কার্যালয়ে রক্ষিত বাক্সে জমা দিতে হবে এবং ধার্য্য তারিখ অপরাহ্ন  ২.০০ ঘটিকায় উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি কর্তৃক আবেদন পত্র বাছাই ও জলমহাল নির্বাচিতকরণ।

৪। দাখিলকৃত আবেদনে প্রার্থীত জলমহালের বিগত ৩(তিন) বছরের গড় ইজারা মূল্য অপেক্ষা ৫% বর্ধিত না হলে আবেদন পত্র গ্রহণযোগ্য হবেনা।

৫। নির্দিষ্ট জলমহালের নিকটবর্তী প্রকৃত মৎস্যজীবীদের সমিতি/সমবায় বা সমবায় অধিদপ্ত/সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত, সে সমিতি বা সমবায় সমিতিসমূহ নির্দিষ্ট তীরবর্তী জলমহাল ব্যবস্থাপনার জন্য আবেদন করতে পারবেন। কোন ব্যক্তি বা অন্য অনিবন্ধিত সংগঠন আবেদন করতে পারবেন না।

৬। নির্ধারিত ফরমে আবেদন দাখিলের সময় প্রকৃত মৎস্যজীবী সমবায় সমিতি/সমিতি তাদের সদস্যদের নামের তালিকা(ঠিকানাসহ) এবং নির্বাহী সদস্যদের নামের তালিকা (ঠিকানাসহ) সংযুক্ত করবেন এবং একই সাথে তার অনুলিপি উপজেলা নির্বাহী অফিসার ও আহবায়ক, উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির নিকট দাখিল করবেন।

-০২-

 

৭। প্রকৃত মৎস্যজীবীদের সংগঠন স্থানীয় পর্যায়ে সমবায় অধিদপ্তরের বা সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত হলে স্থানী জলমহাল ব্যবস্থাপনা বা ইজারার অংশ গ্রহণ করতে পারবেন। তবে কোন সমিতিতে যদি এমন কোন সদস্য থাকনে যিনি মৎস্যজীবী নহেন, সেই সমিতি কোন সরকারী জলমহাল বন্দোবস্ত পাওয়ার যোগ্য হবে না । কোন ব্যক্তি বা কোন অনিবন্ধিত সমিতি সরকারী জলমহাল ব্যবস্থাপনায় আবেদন করতে পারবেন না।

৮। আবেদনকারী কোন মৎস্যজীবী সংগঠন/সমাবায় সমিতিতে যদি এমন কোন সদস্য থাকেন যিনি প্রকৃত মৎস্যজীবী নহেন, তাহলে উক্ত সমিতি জলমহাল বন্দোবস্তের অযোগ্য বিবেচিত হবে। আবেদনকারী মৎস্যজীবী সংগঠন/সমিতি যেগুলো বর্তমানে কার্যকর আছে তার প্রমাণ স্বরূপ জেলা ও উপজেলা সমবায়/সমাজসেবা কর্মকর্তা(যেখানে যা প্রযোজ্য) কর্তৃক প্রত্যয়ন পত্র আবেদন পত্রের সাথে দাখিল করতে হবে এবং সাথে গত ০২(দুই) বছরের অডিট রিপোর্ট দাখিল করতে হবে । তবে নতুন সংগঠনে/সমিতির জন্য অডিট রিপোর্টের প্রয়োজন হবেনা।

৯। যদি সংশ্লিষ্ট জলমহালে নিকটবর্তী প্রকৃত মৎস্যজীবী সংগঠন না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে অন্যান্য পাশ্ববর্তী উপজেলা বা জেলা মৎস্যজীবী সংগঠন/সমিতি জলমহাল বন্দোবস্ত পাওয়ার জন্য আবেদন করতে পারবে।

১০। লীজ গ্রহিতা কোন মৎস্যজীবী সংগঠন/সমবায় সমিতি তাদের নামে লীজকৃত জলমহাল কোন অবস্থাতেই সাব-লীজ অথবা অন্য কোন ব্যক্তি/গোষ্ঠিকে হস্তান্তর করতে পারবেনা । যদি তা করে থাকে, তাহলে উপজেলা নির্বাহী অফিসার উক্ত লীজ বাতিল করবেন এবং জমাকৃত লীজমানি সরকারের অনুকুলে বাজেয়াপ্ত হবে । উক্ত লীজ গ্রহীতা মৎস্যজীবী/সমিতি পরবর্তী বছর বন্দোবস্ত সংক্রান্ত কোন আবেদন করতে পারবেনা।

১১। কোন মৎস্যজীবী সমবায়/সংগঠন/সমিতি দুটির অধিক জলমহাল ইজারা/বন্দোবস্ত নিতে পারবে না।

১২। উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক বিজ্ঞপ্তিতে অন্তর্ভূক্ত সংশ্লিষ্ট জলমহালের ইজারা মূল্যের ২০% ব্যাংক ড্রাফট/পে-অর্ডার জামানত হিসেবে আবেদনের সাথে দাখিল করতে হবে । লীজ প্রাপ্ত সমিতির শেষ বছরের সাথে উক্ত টাকা সমন্বয় করা হবে । ইজারা প্রাপ্ত হয়নি এমন সমিতি ব্যাংক ড্রাফট/পে-অর্ডার ফেরত প্রদান করা হবে ।

১৩। ইজারা মূল্যের উপর সরকারের নির্ধারিত হারে ভ্যাট ও আয়কর ইজারা মূল্যের সাথে একত্রে প্রদান করতে হবে।

১৪। সরকারী জলমহালের ব্যবস্থাপনা নীতি, ২০০৯ এ বর্ণিত অন্যান্য শর্তাবলী এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারীকৃত বিধি বিধান ইজারাদার মেনে চলতে বাধ্য থাকবেন।

১৫। জলমহাল ও জলমহালের ইজারা সংক্রান্ত অন্যান্য শর্তাদিসহ যেকোন বিষয় নিম্নস্বাক্ষরকারীর কার্যালয় ও উপজেলা ভূমি অফিস হতে জানা যাবে ।

১৬। ইজারা প্রদানকারী কর্তৃপক্ষ যেকোন আবেদন পত্র গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন এবং ইজারার বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

 

                                                                                                             (মুছাম্মৎ শাহীনা আক্তার)

সহকারী কমিশনার(ভূমি)

সদস্য সচিব

উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি

ঘাটাইল, টাঙ্গাইল।

 

 

 

 

 

 

 

 

 

-০৩-

 

স্মারক নং- উঃ ভূঃ অঃ/ঘা/৩-২০(অংশ-২)/২০০৮-                                         তারিখঃ         সেপ্টেম্বর ২০১৩ খ্রিঃ।

 

অনুলিপি সদয় অবগতি এবং অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলোঃ

 

১। মাননীয় জাতীয় সংসদ সদস্য,১৩২ টাঙ্গাইল-৩, উপদেষ্টা, উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি, ঘাটাইল,

      টাঙ্গাইল উপদেষ্টা-১।

২। জেলা প্রশাসক, টাঙ্গাইল।

৩। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, উপদেষ্টা, উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি,ঘাটাইল, টাঙ্গাইল উপদেষ্টা-২।

৪। অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব), টাঙ্গাইল।

৫। উপজেলা নির্বাহী অফিসার, ঘাটাইল, টাঙ্গাইল।

৬। উপজেলা ...................কর্মকর্তা, ঘাটাইল, টাঙ্গাইল।                                   

৭। চেয়ারম্যান.......................ইউনিয়ন পরিষদ, ঘাটাইল, টাঙ্গাইল। বিজ্ঞপ্তিটি জনসাধারণের মধ্যে বহুল প্রচারের প্রয়োজনীয়

    ব্যবস্থা গহেণর জন্য অনুরোধ করা হলো।

৮। ইউনিয়ন ভূমি সহকারী সর্মকর্তা............................(সকল), ইউনিয়ন ভূমি অফিস, ঘাটাইল, টাঙ্গাইল। তাকে বিজ্ঞপ্তিটি

    স্থানীয় হাট বাজার ও জনসাধারণের মধ্যে বহুল প্রচারের পর জারীর কপি নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে জমা দেওয়ার জন্য

     অনুরোধ করা হলো।                                     

৮।  জনাব ...........................................................................ঘাটাইল, টাঙ্গাইল।

৯। অফিস কপি।

 

 

 

সহাকারী কমিশনার(ভূমি)

ঘাটাইল, টাঙ্গাইল।

সদস্য সচিব

উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি

ঘাটাইল, টাঙ্গাইল।

ডাউনলোড